The Freelancers Guide To Getting Clients

মার্কেটপ্লেসনির্ভর না হয়ে ক্লায়েন্ট জেনারেট করুন স্বাধীনভাবে!

"বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন"

আমরা প্রত্যেকে ছোট থেকে স্বপ্ন দেখি, একদিন সেল্ফ ডিপেন্ডেন্ট হয়ে নিজের ও পরিবারের সমস্ত চাওয়া-পাওয়া পূরণ করবো। এই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা একেকজন বেছে নেই একেকটা ক্যারিয়ার চয়েস।

মিস্টার আফনান একজন ফ্রিল্যান্সার। নিজের প্যাশন ও প্র‍্যাকটিসের ফলে এনাফ স্কিল এবং এক্সপার্টাইজ গেইন করায় তিনি অন্যান্য ক্যারিয়ার চয়েসের চাইতে ফ্রিল্যান্সিংকেই বেশি প্রেফার করলেন। তিনি ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য বেছে নিয়েছিলেন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস।

আফনান শুরুর দিকে বেশ আগ্রহী হয়ে কাজ করলেও কিছুদিন পরেই তিনি মার্কেটপ্লেসগুলোর বিভিন্ন প্রবলেম টের পেতে শুরু করলেন৷ যার ফলে তার মার্কেটপ্লেস কেন্দ্রিক ইন্টারেস্ট কমে যেতে শুরু করলো৷

বলতে পারেন অনলাইন মার্কেটপ্লেসের সেই প্রবলেমগুলো কি কি?

অনলাইন মার্কেটপ্লেসে নিজের ফ্রিডম বলতে কিচ্ছু থাকেনা।

রুলস-রেগুলেশন স্ট্রিক্ট হওয়ার কারণে নিজে চাইলেও নিজের ক্রিয়েটিভিটি দেখানো পসিবল হয়না।

যেকোনো মোমেন্টে প্রোফাইল ডিজেবল হয়ে যাওয়ার ভয় থাকে।

ফ্রিল্যান্সাররা তাদের এক্সপার্টাইজ অনুযায়ী ফেয়ার পেমেন্ট পাননা এবং লং-টার্মে স্ট্যাবিলিটি পাওয়া যায়না।

আপনারা নিশ্চয়ই এটুকু বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে স্ট্যাবিলিটি আনার জন্য অনলাইন মার্কেটপ্লেস কখনোই বেস্ট চয়েস নয়। স্ট্যাবিলিটি আনার জন্য এবং লং-টার্মে নিজেকে সাকসেসফুল পজিশনে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন মার্কেটপ্লেসের বাইরে গিয়ে ক্লায়েন্ট খোঁজার মাধ্যমে নিজের বিজনেস দাঁড়া করানোর চেষ্টা করা।

কেন নিজের বিজনেস ডেভেলপ করবেন?

  • নিজের মনের মতো ক্লায়েন্টের সাথে কাজ করার বেনিফিট পেতে৷
  • নিজের ইচ্ছামত কাজ করার আলটিমেট ফ্রিডম পেতে।
  • ক্লায়েন্টদের কাছ থেকে নিজের স্কিল অনুযায়ী ডিজার্ভিং পেমেন্ট পেতে।
  • নিজের ক্রিয়েটিভিটি এবং মার্কেটিং স্ট্র‍্যাটেজি কাজে লাগিয়ে স্ট্যাবিলিটি পেতে।
  • লং-টার্মে সাকসেসফুল হতে।

কিন্তু গাইডলাইন পাবেন কোথায়?

পরিপূর্ণ গাইডলাইনের অভাবে অনেকের মধ্যে ইচ্ছা ও পটেনশিয়ালিটি থাকার পরেও তারা নিজেদের ফ্রিল্যান্সিং বিজনেস ডেভেলপ করতে পারেননা। একারণে সবার কথা মাথায় রেখে আমি নিয়ে এসেছি “The Freelancers Guide To Getting Clients “ নামের এই অনলাইন কোর্স। আমার এই কোর্সটির মেইন গোল হচ্ছে একজন ফ্রিল্যান্সারকে মার্কেটপ্লেস নির্ভরতা থেকে দূরে সরিয়ে স্বাধীনভাবে নিজের ফ্রিল্যান্সিং বিজনেস ডেভেলপ করার কমপ্লিট গাইডলাইন প্রোভাইড করা।

মেন্টর সম্পর্কে

আমি আরিফুল ইসলাম, আমি এই কোর্সের পুরোটা সময় আপনাদের সাথে মেন্টর হিসেবে রয়েছি। আমি প্রফেশনে একজন ডিজাইনার এবং মার্কেটার।

 

আমি আমার ফ্রিল্যান্সিং জার্নির শুরুর দিকে ৫ থেকে ১০ ডলার রেটে ক্লায়েন্টদের সাথে কাজ করতাম। তারপর ধীরে ধীরে নিজের এক্সপার্টাইজ, স্ট্র‍্যাটেজি এবং মার্কেটিং স্কিলকে কাজে লাগিয়ে আমি ক্লায়েন্টদের কাছ থেকে যে পেমেন্ট ডিজার্ভ করি সেটাই রিসিভ করা শুরু করি।

 

বর্তমানে আমার নিজের একটি ডিজাইন এজেন্সি রয়েছে। আমি আমার এজেন্সিতে বিগত কয়েক বছর ধরে সফলতার সাথে বহু ক্লায়েন্টের সাথে কাজ করেছি এবং তাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি।

 

আমি আমার রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স থেকে ফ্রিল্যান্সিং বিজনেস সাকসেসফুল করতে যতটুকু শিখেছি, সেগুলোর ওপর ভিত্তি করেই এই কোর্সের আউটলাইন ডিজাইন করেছি। একারণেই প্র‍্যাকটিকাল এই কোর্স থেকে আপনারা যতটুকু ডিটেইলড গাইডলাইন পাবেন, ততটুকু আর অন্য কোথাও পাবেননা।

কোর্সটা কেন করবেন?

  • আমার এই কোর্সে আমি মার্কেটপ্লেসের বাইরে ক্লায়েন্ট ফাইন্ড আউট করার প্রসেস একদম ডিটেইলে প্র‍্যাকটিকালি দেখিয়েছি যা এই কোর্সটাকে অন্যান্য অনলাইন কোর্সের থেকে করে তুলেছে হান্ড্রেড পার্সেন্ট ইউনিক!!
  • আমি এই কোর্সে আমার পারসোনাল এক্সপেরিয়েন্সের আলোকে এমন কিছু সিক্রেট স্ট্র‍্যাটেজি শেয়ার করেছি যা আপনাদের বিজনেস ডেভেলপের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে।
  • যেকোন সমস্যায় আমি আমার লার্নারদের নিজে সাপোর্ট প্রোভাইড করে থাকি। পাশাপাশি থাকছে বিভিন্ন রিসোর্স ফ্রিতে লুফে নেয়ার আকর্ষণীয় সুযোগ।

আমার কোর্সের অন্যান্য
ফিচারসগুলোও জেনে নিন!

  • প্রি-রেকর্ডেড ভিডিও লেসনস যেগুলো নিজের সুবিধামত সময়ে যখন ইচ্ছা দেখতে পারবেন।
  • কোর্সে এনরোল করার পর লাইফটাইম অ্যাকসেস।
  • সিক্রেট ফেসবুক গ্রুপ যেখানে নিজেদের প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারবেন৷
  • ৮৫০+ এর বেশি সদস্যের কমিউনিটি।
  • ইন্ডাস্ট্রি এক্সপার্টদের লাইভ সেশন এবং ওয়ার্কশপ।
  • প্রিমিয়াম রিসোর্স।

কি? কনফিউজড হয়ে যাচ্ছেন যে এই কোর্সটা আপনার জন্য পারফেক্ট কিনা? আমাদের এই কোর্সটা মূলত তিন ধরণের ফ্রিলান্সারদের টার্গেট করে তৈরি করা হয়েছে। যদি আপনি এই তিন ধরণের মধ্যে পড়ে থাকেন, তাহলে কোর্সটি আপনারই জন্য।

এই কোর্সে কি অল্প সময়ে অনেক টাকা ইনকামের প্রসেস দেখানো হয়েছে?

একদমই নয়। সত্যি বলতে আমি মন থেকে বিশ্বাস করি, সাকসেসের কোন শর্টকাট হয় না। বরং লাইফে সাকসেসফুল হতে চাইলে প্রয়োজন হার্ডওয়ার্ক, প্যাশেন্স এবং প্যাশন। তাই আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আমার গাইডলাইন ফলো করে নিজের বেস্টটা দিয়ে লেগে থাকতে পারেন, তাহলেই দেখবেন নিজের এক্সপেকটেড আউটপুট পেতে শুরু করবেন। আর আপনাদের এই জার্নিতে মেন্টর হিসেবে সবসময় আমার সাপোর্ট তো পাবেনই! আমি এই কোর্স লঞ্চ করার পর থেকে অনেকেই এটাতে এনরোল করে নিজেদের পজিটিভ ফিডব্যাক শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ!

এই কোর্স ফ্রিল্যান্সারদের জন্য কতটুকু বেনিফিশিয়াল সেটার প্রমাণ দেখতে চাইলে আমাদের টেস্টিমনিয়ালগুলো দেখে নিন এক ঝলকে!

যদি ইতোমধ্যেই কোর্সে এনরোল করার ডিসিশন নিয়ে থাকেন, তাহলে আপনাদের সুবিধার জন্য কোর্সে এনরোল করার সহজ প্রসেসটাও বলে দিচ্ছি৷

F.A.Q

এই কোর্সটা যারা একদমই বিগিনার এবং ফ্রিল্যান্সিং এ নতুন তাদের জন্য নট রিকমেন্ডেড। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের স্কিল আছে, পোর্টফোলিও বিল্ডআপ করা রয়েছে এবং মার্কেটপ্লেসে কাজ করার পাশাপাশি নিজের বিজনেস কে আরো কিভাবে ডেভলপ করা যায় সেটা নিয়ে ভাবছেন তাদের জন্য।


কোর্সটা শুধুমাত্র তাদের জন্যেই প্রযোজ্য, যারা তাদের স্কিল নিয়ে কমপক্ষে বেশ কিছুদিন যাবত মার্কেটপ্লেস/ক্লায়েন্ট সার্ভিস দিয়ে আসছেন। এখানে ক্লায়েন্টের মেসেজ বা মিটিংয়ের স্ক্রিনশট দেখেই হয়তো অনেকেই ভাবছেন আপনিও এই কোর্স করে নিলে হুট হাট ক্লায়েন্ট পেয়ে যাবেন, এই ধারণা সম্পূর্ন ভুল। আপনাকে অবশ্যই আগে থেকে ক্লায়েন্ট হ্যান্ডেল করার ব্যাপারে যথেষ্ঠ অভিজ্ঞ হতে হবে।


আমার পার্সোনাল অপিনিয়ন হলো নতুন কেউ যদি এই কোর্স নিতে চান, তাহলে চিন্তা করে দেখুন আপনার সেই অভিজ্ঞতা আছে কি না। আপনি যতদিন কাজের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন না, ততদিন ক্লায়েন্ট পেয়েও লাভ হবে না। কারণ আইডিয়াল ক্লায়েন্ট তখনই হয়, যখন আপনি ক্লায়েন্টকে আপনার স্কিলের সেরা আউটপুট দিবেন। ফ্রিতে শেখার জন্য আমার ব্লগ এবং আমাদের ফ্রি ফেসবুক গ্রুপটাকে ইউটিলাইজ করতে পারলে, আপনি অনেক কিছুই শিখতে পারবেন।


তবে কেউ যদি শেখার জন্য ইনভেস্ট করে, সেটা তার একান্তই পার্সোনাল ম্যাটার। কারণ লং রানে যদি কেউ ভালো করতে চায় তাহলে একসময় না একসময় এই ব্যাপারগুলা শিখতেই হবে, তাই নলেজ গেদার করে রাখলে পরে সেটা কাজে লাগবে।

অবশ্যই! আপনি এই কোর্সে একবার এনরোল করা মাত্রই লাইফটাইম অ্যাকসেস পেয়ে যাবেন৷ অর্থাৎ পরবর্তীতে কোর্সে যত আপডেট আসবে সেগুলো পেতে আর নতুন করে পে করতে হবেনা। 

আমি কখনোই গ্যারান্টি দিয়ে বলবোনা যে কোর্স করার এতদিনের মধ্যেই ক্লায়েন্ট পেয়ে যাবেন। কারণ ক্লায়েন্ট পেতে হলে নিজের চেষ্টার কোন অলটারনেটিভ নেই। তবে এতটুকু জোর দিয়ে বলতে পারি, কোর্সে দেখানো স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো যদি ফলো করেন এবং এটার পেছনে এনাফ টাইম ও ইফোর্ট দেন, তাহলে অবশ্যই ক্লায়েন্ট পেতে শুরু করবেন।

এর উত্তর হলো না, আমি কখনোই আমার লার্নারদেরকে ক্লায়েন্ট খুঁজে দেবোনা। কারণ যদি দেখানো প্রসেস অনুযায়ী কাজ করেন, তাহলে নিজেরাই নিজেদের বিজনেসের জন্য ক্লায়েন্ট খুঁজে পাবেন। আর যেকোনো সমস্যায় হেল্পের জন্য আমার কনস্ট্যান্ট সাপোর্ট তো থাকবেই!

না, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে একদম নিউবি হয়ে থাকেন, তাহলে এই কোর্স আপনার জন্য উপযুক্ত নয়। নিউবি হিসেবে আপনার উচিৎ শুরুতেই নিজের স্কিল ডেভেলপ করা এবং এক্সপেরিয়েন্স গেইন করা যেগুলো পরবর্তীতে নিজের বিজনেস ডেভেলপ করতে হেল্প করবে। চাইলে আমার ব্লগ পড়তে পারেন এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন।

ফেসবুক সিক্রেট গ্রুপে পোস্ট করে আপনাকে সাপোর্ট নিতে হবে। ফেসবুক পেজে শুধুমাত্র লগইন ইস্যু সলভ করা হয়। পারসোনাল ইনবক্স বা ফোন কলে কোন অথবা যেকোনো লাইভ সাপোর্ট এখানে প্রোভাইড করা হয় না।

কোর্সে এনরোল করার পর কোন রকম রিফান্ড রিকোয়েস্ট গ্রহনযোগ্য নয়। আপনি আরিফ নোটস এ এনরোল করা মানেই হচ্ছে আমাদের সব নিয়ম-নীতি মেনেই এনরোল করছেন।

© 2023 Arif Notes. All Rights Reserved. Terms & Conditions | Refund Policy